যেকটা দিন তুমি ছিলে কাছে

যেকটা দিন তুমি ছিলে কাছে,
মনের দেয়ালে তার রং লেগে আছে
আজও আমার আকাশে তুমি মেঘের টুকরো হয়ে ভাসো..
আমার দুচোখে তুমি, স্মৃতির কান্না - নেমে আসো|

তোমাকে না বলা যত কথা
কাগজের নৌকায় আমাদের রূপকথা
নদীর বুকেতে কোথাও হঠাৎ-ই ডুবে গেছে..
আমার-ই মতো তারা অজানাই থেকে গেছে|

বিন্দু-বিন্দু সিন্ধুতে আজ লুকিয়ে গেছে খাদ
জানলার 'পারে ধুলোর হাতছানি অবাধ
দ্বিপ্রহরের অলস স্বপ্নের অবসান
ছেঁড়া ডায়রির পাতাগুলোয় তাদের বাসস্থান
জোৎস্না রাতেও কেন মেঘেরা আমার সকল আকাশ পায়..


যেভাবে নিঃশ্বব্দে চলেছে পা..
তোমার পাশে-পাশে - আমার এই ভালো লাগা
আমার অবাধ্য হাত তোমার আঙ্গুল খুঁজে চলে
আমার বৃদ্ধ বুক তোমার-ই কথা বলে|

তোমার সামনে আমার নীরবতা,
চোখে চোখ রেখেও বলতে পারিনি কথা
আমার সাহস তোমার আঁখির কাজলে মিশে গেছে..
মনের সরল কথা জটিল মনেই থেকে গেছে|

স্মৃতির ধূসর পথে ঘরে ফেরা বাকি,
তোমার সরলরেখায় আমি বিন্দু হয়ে থাকি|
থমকে যাওয়া হাসির ফেরি আজও মনে পড়ে..
গ্রীষ্মের সন্ধ্যায় নতুন পাতা এখন ঝরে
ওই হারানো গল্পগুচ্ছের অক্ষর এখন আমাতে মিশে যায়..


বালির ঘরেতে শেষে ঢুকলো জল
তিলে-তিলে ভেঙে গেল, আমিও আজ অচল..
স্রোতের আবেশে আঁকা ছবিগুলো গেছে মুছে
বোঝাপড়ার ইতি হলো শেষে না বুঝে|

যেকটা মিথ্যে আলো জ্বলেছিল,
জোনাকির রূপকে তারা সব ফিরে গেল|
আমার সেই চেনা পথ অচেনা আঁধারে ঢেকে,
আমাকে ফেলে গেলে একলা ঘরে তুমি রেখে|

বৃষ্টিভেজা রাতে যখন ঝিঁঝিঁ ডেকে চলে..
ফাঁকা ফ্রেমে বন্ধ সময় তোমার কথা বলে..
পাতলা কাঁচের দেয়াল ভাঙতে চাইছে কই?
আমাদের হাঁটা পথে ছড়িয়ে রয়েছে খই|
সেই শবের দেহে আগাছাই বাঁচার রসদ খুঁজে পায়..

Share:
spacer

No comments:

Post a Comment