যেকটা দিন তুমি ছিলে কাছে,
মনের দেয়ালে তার রং লেগে আছে
আজও আমার আকাশে তুমি মেঘের টুকরো হয়ে ভাসো..
আমার দুচোখে তুমি, স্মৃতির কান্না - নেমে আসো|
তোমাকে না বলা যত কথা
কাগজের নৌকায় আমাদের রূপকথা
নদীর বুকেতে কোথাও হঠাৎ-ই ডুবে গেছে..
আমার-ই মতো তারা অজানাই থেকে গেছে|
বিন্দু-বিন্দু সিন্ধুতে আজ লুকিয়ে গেছে খাদ
জানলার 'পারে ধুলোর হাতছানি অবাধ
দ্বিপ্রহরের অলস স্বপ্নের অবসান
ছেঁড়া ডায়রির পাতাগুলোয় তাদের বাসস্থান
জোৎস্না রাতেও কেন মেঘেরা আমার সকল আকাশ পায়..




